কিশোরগঞ্জে সোমবার জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী সচেতনতামূলক সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: পুলিশ নিউজ

কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গাইটাল বাসস্ট্যান্ডে জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী সামাজিক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)-এর নির্দেশনায় সোমবার বিকেলে এ সভা হয়।

ওই সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ পরির্দশক (অপরাধ) ওমর ফারুক আহাম্মদ।
জঙ্গিবাদ প্রতিরোধে দেশের সর্বস্তরের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ পরির্দশক (অপরাধ) ওমর ফারুক আহাম্মদ বলেন, ‘জঙ্গিবাদ মানবতার শত্রু। তারা বিভিন্ন দেশের তরুণদের প্রভাবিত করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত করছে। এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে ছাত্রসমাজ যাতে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সে জন্য এগিয়ে আসতে হবে শিক্ষকদের। ছাত্রদের বোঝাতে হবে জঙ্গিবাদের মাধ্যমে সে ও তার পরিবার কীভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

সভায় পুলিশ পরির্দশক (অপরাধ) ওমর ফারুক আহাম্মদ দেশব্যাপী ইমাম, পুরোহিত, বৌদ্ধভিক্ষু, ধর্মযাজক, লেখক ও প্রকাশক হত্যা এবং ঢাকার গুলশান ও শোলাকিয়ায় পরিকল্পিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান।