ঘূর্ণিঝড় মোখার বিষয়ে সচেতন করতে সিএমপির মাইকিং। ছবি: সিএমপি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

নিরাপত্তা সতর্কতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে মাইকিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায় এবং উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে আসাসহ ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সতর্কতামূলক করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হচ্ছে। এ ছাড়া আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, লাইটার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ওষুধের মতো সামগ্রী সাধ্যমতো সংগ্রহ করে রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। গবাদি পশু, পোষা প্রাণী নিরাপদে রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ এ বিষয়ে সিএমপির সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি জানানোর জন্য ২৪ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।