গ্রিসে ইউক্রেনের মালিকানাধীন একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরে ১৬ জুলাই (শনিবার) এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওই উড়োজাহাজ সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এতে কতজন আরোহী ছিলেন এবং এর মধ্যে কেউ বেঁচে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি বলছে, কার্গো উড়োজাহাজটিতে সব মিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল। উড়োজাহাজটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় পাইলট একে কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেননি তিনি।

সূত্র বলছে, উড়োজাহাজটিতে আটজন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।