করোনাভাইরাস I প্রতীকী ছবি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা করে জানতে পেরেছেন, করোনাভাইরাস সংক্রমণে ফুসফুস বিকল হওয়াসহ মৃত্যুঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দিতে ভূমিকা রাখে একটি ‘জিন’। দক্ষিণ এশীয় বংশোদ্ভূতদের মধ্যে ৬০ শতাংশের শরীরে উচ্চ ঝুঁকিপূর্ণ এ ধরনের জিন রয়েছে। খবর সমকালের।

প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁদের ‘দ্য নেচার জেনেটিক’ গবেষণায় পেয়েছেন, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত ৬০ শতাংশ এবং ইউরোপীয় বংশোদ্ভূতদের ১৫ শতাংশ মানুষের শরীরে ‘এলজেডটিএফএলওয়ান’ নামের উচ্চ ঝুঁকিপূর্ণ জিনটি রয়েছে।

গবেষণা দলের প্রধান অধ্যাপক জেমস ডেভিস বলেন, এ ঝুঁকিপূর্ণ জিনের ধরনটি সব মানুষের শরীরে সমানভাবে কাজ করে না, যা খুব গুরুত্বপূর্ণ। বয়সসহ নানা কারণে ঝুঁকির মাত্রা কমবেশি হয়।

গবেষকদের ধারণা, জিনের এ ধরন করোনাভাইরাসে ফুসফুস সংক্রমণ সহজ করে দেয়। তাঁরা বলছেন, এটি ফুসফুস কোষের প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় থাকতে দেয় না।