পুলিশি হেফাজতে দুই আসামি এবং করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

গো-খাদ্যের আড়ালে ৫০ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (৮ মে) রাতে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে আসামি মো. ওসমান ভুঁইয়া ও মো. আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার একটি চালান ঢাকায় আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। ভ্যান রেখে পালানোর সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ভ্যানে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৫০ কেজি গাঁজা।

এই পুলিশ কর্মকর্তা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।