গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবে অতিথিরা

পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে আনন্দময় করে তুলতে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় উদ্যোগ। জেলার মানবিক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম-এর পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে সোমবার (১৪ ফেব্রুয়ারি) জেলা পুলিশের প্রতিটি থানা ও ইউনিটে বসন্তবরণ এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পুলিশ লাইনস, পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জ সদর থানা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানা ট্রাফিক পুলিশ ইউনিটে উদযাপিত হয় বসন্তবরণ ও পিঠা উৎসব।
এসব উৎসবে আসা জেলা পুলিশের সব সদস্যকে বাংলার নানা ধরনের বিখ্যাত সুস্বাদু পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

গোপালগঞ্জ পুলিশ সুপারের বাসভবনেও বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মো. সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. শাহিনুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।