উদ্ধার করা স্বর্ণালংকার এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম। ছবি : ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গেন্ডারিয়া থানার সদস্যরা অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকারসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে স্বামীবাগ এলাকা থেকে আসামি মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। পালিয়ে যাওয়ায় আরেক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের হার, এক জোড়া স্বর্ণের দুল, এক জোড়া স্বর্ণের চুড়ি, দুটি স্বর্ণের আংটিসহ চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলে পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে মো. হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সহযোগী পালিয়ে যান। পরে হোসেনের ব্যাগে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, এসব স্বর্ণ তাঁরা ধলপুর এলাকা থেকে চুরি করেছেন। তাঁদের স্থায়ী কোনো নিবাস নেই। তাঁরা বাড্ডা এলাকায় ভাসমান থেকে বিভিন্ন এলাকায় চুরি করেন।