কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বক্তব্য দেন বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি: বিএমপি

কমিউনিটি পুলিশিং প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে বরিশালকে মডেল শহর হিসেবে গড়ে তুলবেন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার)।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত কমিউনিটি সমাবেশে তিনি এ কথা জানান।

কমিউনিটি সমাবেশে পুলিশ কমিশনার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, ‘কমিউনিটি পুলিশিং হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ করবে। কমিউনিটি পুলিশিং ডের একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য হলো সমাজের সকল শ্রেণি-পেশার জনগণকে একই প্ল্যাটফর্মে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করা।’

তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে বরিশালকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।