ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোগো। ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিকনেতা শহীদুল ইসলাম শহীদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলা তদন্ত তদারক করতে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার জেলার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শহীদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তার তদন্তকাজে প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তা প্রদান করবেন কমিটির সদস্যরা।

কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইমরান আহম্মেদ পিপিএমকে। কমিটির সদস্যসচিব করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর টঙ্গী সাব-জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেনকে। এ ছাড়া সদস্য করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদকে।

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার বাগানবাড়ীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের কারখানার শ্রমিকদের বেতন-বোনাসকে কেন্দ্র করে গত ২৫ জুন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেতা শহীদুল ইসলাম শহীদের মৃত্যু হয়। এ ঘটনায় ২৬ জুন টঙ্গী পশ্চিম থানায় মামলা করা হয়।