গাজীপুরে এপিবিএনের অভিযানে মাদকসহ গ্রেপ্তার দুজন। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১) মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা এলাকায় ১০ মার্চ (বৃহস্পতিবার) রাতে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন প্রদীপ চন্দ্র বর্মন (৩৩) ও সামন মিয়া (২২)। তাঁদের কাছ থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়েছে।

এপিবিএন-১ জানায়, এপিবিএনের একটি দল জিএমপির টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকার একটি বাড়িতে ১০ মার্চ রাত পৌনে ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রদীপ চন্দ্র বর্মনকে ১৩০টি ইয়াবা বড়ি এবং সামন মিয়াকে ৯০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্যমতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে শোয়ার ঘরের খাটের নিচ থেকে দুটি প্লাষ্টিকের বস্তায় ২৫০ বোতল ফেনসিডিল এবং একটি ১ হাজার ১৫০ গাঁজা জব্দ করা হয়। এ ছাড়া মাদক ব্যবসার ২ লাখ ৯২ হাজার টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।