১১ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বিক্রয়নিষিদ্ধ পবিত্র জমজমের পানি অনলাইনে বাজারজাতকারী তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১১ এপিবিএন)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম মো. ইব্রাহিম (২১), মো. ইয়াছিন(২৭) ও মো. আবু ইউসূফ।

এপিবিএন জানায়, ১৬ মার্চ অনলাইন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নি.) ছারা আফরোজা পান্নার নেতৃত্বে ১১ এপিবিএনের একটি দল বেলা সাড়ে ১২টার দিকে পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইব্রাহিম, ইয়াছিন ও আবু ইউসূফকে ৫ লিটারের ২১ (একুশ) বোতল এবং ২৫০ মিলিলিটারের ৫৭ বোতল কথিত জমজমের পানিসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের পল্টন মডেল থানায় সোপর্দ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিক্রয়নিষিদ্ধ পবিত্র জমজমের পানি অনলাইনে বিক্রি করে আসছিল।