গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল তাদের প্রথম বিমান হামলা। সম্প্রতি জেরুজালেমের একটি পবিত্র স্থানে সহিংসতার জেরে ফিলিস্তিন ভূখণ্ড থেকে চালানো রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। খবর এএফপির।

হামাস নিয়ন্ত্রিত এ উপত্যকা থেকে রকেট হামলার পর সোমবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। গত জানুয়ারির পর এ ধরনের প্রথম ঘটনা এটি। তেল আবিবের সমুদ্র উপকূলে রকেটটি ভূপাতিত করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েল ভূখণ্ডে আঘাত করে। রকেটটি আইরন ডোম ডিফেন্স সিস্টেমের সাহায্যে ঠেকানো হয়।’

এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি বিমানবাহিনী জানায়, এই রকেট হামলার জবাবে তারা হামাসের একটি অস্ত্র তৈরির কারখানায় বিমান হামলা চালিয়েছে।