আফগানিস্তানের কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় আজ বুধবার বিকেলে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। খবর সমকালের।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী বোমা হামলাকারী এই ঘটনা ঘটিয়েছেন। এতে ২০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।

জামশেদ করিমি নামের একজন গাড়িচালক বলেন, ‘আমি জানি না এ ঘটনায় কতজন মারা গেছেন অথবা আহত হয়েছেন। আমি একজনকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।’

কাবুলের নিরাপত্তা বিভাগের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে জানিয়েছেন, এই আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার আশঙ্কা আছে।