হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজায় নিজেদের ২৯ কর্মী নিহত হওয়ার খবর জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।

এত কর্মী নিহতের ঘটনায় তারা ‘হতবাক এবং শোকাহত’ জানিয়ে সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, নিহত কর্মীদের অর্ধেকই শিক্ষক ছিলেন।

এর আগে সংস্থাটি ১৭ কর্মী নিহত হওয়ার খবর দিয়েছিল।

৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র বিমান হামলা চলাচ্ছে ইসরায়েল।

হামাসের হামলায় ইসরায়েলে ১৪শর বেশি মানুষ নিহত হয়, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। হামাস ওই দিন ইসরায়েল থেকে আরও দুইশর বেশি মানুষকে ধরে নিয়ে যায়। জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকেরা রয়েছেন।

ইসরায়েল বিমান হামলা শুরু করলে গাজার লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে ইউএনআরডব্লিউএর বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেয়।

ইসরায়েলের হামলায় গাজায় সর্বশেষ ৪ হাজার ৬৫১ জন নিহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরও ১৪ হাজার ২৪৫ জন।সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।