নাগেশ্বরী থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে ইজতেমার রিজার্ভ বাসে যাত্রীর ছদ্মবেশে মাদক পরিবহনের সময় মুসল্লিদের সহায়তায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা-পুলিশ। বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা-পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন বাসস্ট্যান্ড থেকে ছদ্মবেশে বিশ্ব ইজতেমার রিজার্ভ বাসে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশে রওনা করার সময় মুসল্লিদের সহায়তায় আঙ্করনগর গ্রামের মাদক কারবারি আঙ্গুল হোসেনকে (৩০) ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তারস করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইজতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা-পুলিশের টিমের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।