খাগড়াছড়িতে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়িতে পুলিশ অভিযান চালিয়ে ভেজাল জুসসহ একজনকে গ্রেপ্তার করেছে। খাগড়াছড়ি সদর থানা এলাকা থেকে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম উজ্জ্বল দে (৪৮)।

জেলা পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি থানার রুখই চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে ২ হাজার ৪০০ বোতল ভেজাল জুসসহ উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে। এসব জুসের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার ৮০০ টাকা। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

এই বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, এ ধরনের জুস বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবার পছন্দ। এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী এর সুযোগ নিয়ে নিয়ম-নীতির তোয়াক্কা না করে
এমন মানহীন, ভেজাল পন্য তৈরি ও কৌশলে বিপণন করছে। এমন ঘৃনিত অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশ বদ্ধ পরিকর।