বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৫ থেকে ১৫ মার্চ পর্যন্ত ঢাকাস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে।

নির্দেশনা

১. পরীক্ষাকেন্দ্র প্রবেশের সময় লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
৪. পরীক্ষাকেন্দ্রে কোনো মোবাইল ফোন, ব্যাগ, ছাতা, ক্যামেরা, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
৫. কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৬. সরকারঘোষিত স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে।
৭. পরীক্ষার্থীকে কোনো টিএ/ডিএ প্রদান করা যাবে না।