সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম (সেবা)।

সভার শুরুতে নবাগত পুলিশ কমিশনারের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংক্ষিপ্ত পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় কেএমপি কমিশনার বলেন, খুলনা মহানগরীতে সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি প্রতিহত করতে এবং যানজটমুক্ত নগরী গড়তে আমরা বদ্ধপরিকর।

হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার নিবিড় তদন্ত করতে সভায় উপস্থিত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি।

সভায় অংশ নেওয়া পুলিশ সদস্যগণের একাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।