কেএমপির গ্র্যান্ড কল্যাণ সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গ্র্যান্ড কল্যাণ সভা মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি পুলিশ লাইনসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

বিগত সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় সভায়। এ সময় পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।

সভায় কেএমপির ফুলবাড়ী গেট পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল এস কে জাহাঙ্গীর কবিরকে অবরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁর হাতে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দেন কেএমপি কমিশনার।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; উপপুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপপুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপপুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপপুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; উপপুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, উপপুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।