কেএমপির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনার বয়রায় পুলিশ লাইনস মাঠে ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। তিনি বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেএমপির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল। ছবি: বাংলাদেশ পুলিশ

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোহাম্মদ কামরুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানাসহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা, আরআই এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়েরা।
কেএমপির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দল ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা। ছবি: বাংলাদেশ পুলিশ