কেএমপিতে ফলদ ও বনজ গাছের চারা রোপণের সময় কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইনসে ব্যাটবিসির পক্ষ থেকে পাওয়া ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছেন কমিশনার মাসুদুর রহমান ভূঞা।

কমিশনার অন্য পুলিশ সদস্যদের নিয়ে সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন স্থাপনার সামনে এসব চারা রোপণ করা হয়।

ওই সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) সাজিদ হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) তাসলিমা খাতুন, উপকমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপকমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানাসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।