কেএমপিতে পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ সদস্যরা। ছবি: কেএমপি

খুলনায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা হয়েছে।

বয়রায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে সোমবার বিকেল ৪টা ৫ মিনিটে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন কেএমপির কমিশনার মাসুদুর রহমান ভূঞা। মতবিনিময় করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম বিপিএম। তিনি নারী পুলিশ সদস্যদের কৌশলগত লক্ষ্য অর্জনে বাংলাদেশ পুলিশে সর্বোচ্চ অবদান নিশ্চিত, সব পদ ও ইউনিটে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, নারী পুলিশের উন্নয়ন ও অগ্রগতি সমর্থন, নারী পুলিশ সদস্যদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং বিপিডব্লিউএনের অবদান সবোর্চ্চ পর্যায়ে উন্নীত করা, জেন্ডার সংবেদনশীল পুলিশ পরিষেবা প্রদান এবং কমিউনিটিতে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত-সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন।