নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (প্যারেড পরীক্ষা) হয়েছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে এই পরীক্ষা হয়।

কনস্টেবল থেকে নায়েক পদে, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে এবং এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে প্যারেড পরীক্ষা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা গ্রহণ কমিটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পুলিশ লাইনস কুড়িগ্রামের আরআই মো. জহুরুল ইসলাম।

পুলিশ সুপার বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া সব পুলিশ সদস্যকে কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে নির্দেশনা দেন।

আগামীতে কেউ যেন কোনোভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে নির্দিষ্ট প্রেরণা, প্রেষণা ও নির্দেশনা দেন পুলিশ সুপার।