আফিফ হোসেন ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাঙ্কিং তালিকার শীর্ষ স্থান হারিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

সাকিবকে পেছনে ফেলে শীর্ষ স্থান ফিরে পেয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি।

ব্যাটাদের তালিকায় ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আফিফ হোসেন। খবর বাসসের।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এ চিত্র ফুটে উঠেছে।

সম্প্রতি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব ও নবি। সর্বশেষ এশিয়া কাপেই আন্তর্জাতিক ম্যাচ খেলেন তাঁরা।

গত রাতে শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি সাকিব। সেই প্রভাব পড়েছে সাকিবের র‌্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকাতেও তিন ধাপ পিছিয়ে ৭৬তম স্থানে সাকিব।

২৪৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। আর ২৪৬ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন নবি।

টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে আফিফ। ৫০৩ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন তিনি।