এক পুলিশ সদস্যকে ক্যামেরা পরিয়ে দেওয়া হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

বাংলাদেশ পুলিশকে আধুনিক ও উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)- এর ঐকান্তিক প্রচেষ্টায় যুক্ত হয়েছে সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশে যুক্ত হলো টেকটিক্যাল বেল্ট ও বডি ওর্ন ক্যামেরা।

কুমিল্লার পুলিশ সুপার জানান, এতে কুমিল্লা জেলা পুলিশের কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও স্বচ্ছতা বাড়বে।
আধুনিক টেকটিক্যাল বেল্ট সংযোজনের কারণে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত খালি থাকবে । এতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধ দমনে ভূমিকা পালন করা যাবে।

বডি ওর্ন ক্যামেরার সঙ্গে বিল্ট-ইন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় পুলিশ সদস্যদের অবস্থান পুলিশ কন্ট্রোল রুম থেকে সহজে শনাক্ত করা যাবে। এ ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে।

তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরায় সবকিছু রেকর্ড থাকবে। যার ফলে পুলিশের চেকপোস্ট টহল পার্টির বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃত ঘটনা সহজে জানা যাবে।