বেলারুশে বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা। ছবি: টুইটার

আট দিন ধরে চলা যুদ্ধ বন্ধে বেলারুশে আবার বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়া।
স্থানীয় সময় বৃহস্পতিবার এ বৈঠক শুরু হয় বলে জানায় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে বৈঠকের খবর জানায় বেলারুশ।

এর আগে গত সোমবার বেলারুশে বৈঠকে বসেছিল যুদ্ধরত দুই দেশ। তবে সেই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি তারা।
আজকের বৈঠকে ইউক্রেনের পক্ষ থেকে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এগুলো হলো জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও মানবিক করিডোর স্থাপন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানে ইউক্রেনের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা।
যুদ্ধে দুই পক্ষেই কয়েক শ সেনা নিহত ও আহত হয়েছেন।