ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার ঘরের মাঠে আফগানদের বিপক্ষে সিরিজ খেলতে নেমেছিল টাইগাররা। এতেই বাজিমাত।

লিটনের দায়িত্বশীল ব্যাটিং ও নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। খবর বাসসের।

নাসুম এর আগেও অস্ট্রেলিয়ার-নিউজিল্যান্ডকে কাবু করেছিলেন। তবে আফগানদের বিপক্ষে তার কার্যকরী বোলিং বাংলাদেশের জয় সহজ করে দিয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (২৩ মার্চ) আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে বাংলাদেশ।

জবাবে নির্ধারিত ওভারের ৫ বল বাকি থাকতেই ৯৪ রানে থামে আফগানরা। ব্যাট হাতে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন, আর বল হাতে ১০ রানে চার উইকেট শিকার করেন নাসুম। ২৯ রানে চার উইকেট শিকার করেন শরিফুলও।

ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে তিনে আসা লিটন দাসের দায়িত্বশীল ৬০ রানের ইনিংসে ভর করে ১৫৫ রানের পুঁজি গড়েছিল বাংলাদেশ। যা দিয়ে মিরপুরের উইকেটে আফগানদের রুখে দেওয়া খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের।