পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা মালপত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লায় অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অটোরিকশার তিনটি চাকা, চারটি ব্যাটারি, সিট, হুড, স্টিয়ারিং ও লোহার বডি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) ভোরে জেলার কোতোয়ালি থানাধীন কাপ্তান বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মিজান (৪৫), মো. সালাউদ্দিন (২১), হাসিবুল (২১), মো. রোহান (২২) ও মো. রাশেদ (২০)।

কোতোয়ালি থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ পাল জানান, গত ২৬ জুলাই রাতে মগবাড়ী চৌমোহনী থেকে একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় মামলা করেন অটোরিকশার মালিক এনায়েত করিম চৌধুরী (৪৮)।

তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।