কুড়িগ্রাম পুলিশ লাইনসে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অর্থ ও সনদ প্রদান অনুষ্ঠানের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

কুড়িগ্রাম পুলিশ লাইনসে নর্থ লাইন অ্যাসোসিয়েট লিমিটেডের উদ্যোগে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান করা হয়েছে।

পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে শনিবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নর্থ লাইন অ্যাসোসিয়েট, রংপুরের চেয়ারম্যান মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন নর্থ লাইন অ্যাসোসিয়েট, রংপুরের মহাসচিব মো. শায়খুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ লাইন অ্যাসোসিয়েট, রংপুরের নির্বাহী পরিষদের সদস্য ও কুড়িগ্রাম মাল্টিমিডিয়া মডেল স্কুলের নির্বাহী পরিচালক মো. মুকুল মিয়া, রাজারহাট নতুন কুঁড়ি জুনিয়র স্কুলের পরিচালক মো. আসাদুজ্জামান রাজু, কুড়িগ্রাম শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. জামিনুল ইসলাম ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শামসুল আলম। এ ছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্য সদস্যরা।