রৌমারী থানা-পুলিশের হেফাজতে দুই মাদক কারবারি ও জব্দ করা বিদেশি মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ৮৪ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ মে) রৌমারী ও ফুলবাড়ী থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানা-পুলিশ জানায়, শনিবার রাতে রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ-সংলগ্ন সড়ক থেকে ৭৬ বোতল বিদেশি মদসহ আসামি মো. গোলজার হোসেন (২৩) ও মো. মাসুদ রানাকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

ফুলবাড়ী থানা-পুলিশের হেফাজতে জব্দ করা ফেনসিডিল ও মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

ফুলবাড়ী থানা-পুলিশ জানায়, শনিবার দুপুরে শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী এলাকায় ৮৪ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।