রাজারহাট থানা-পুলিশের হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ১৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ মে) রাজারহাট ও ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজারহাট থানা-পুলিশ জানায়, শনিবার রাতে ছিনাই ইউনিয়নের বৈদ্দের বাজার থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. এনামুল হক (৫৪), মো. আপন আলী (৩৮), নারায়ণ চন্দ্র রায় (৪৫), মো. বাবু মিয়া (৩৬) ও স্বদেশ চন্দ্র রায় (৫০)।

ভূরুঙ্গামারী থানা-পুলিশের হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ভূরুঙ্গামারী থানা-পুলিশ জানায়, শনিবার রাতে জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাব-সংলগ্ন এলাকা থেকে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. মজিবুর রহমান (৫০), মো. আমিনুল ইসলাম (৩৫), মো. রুহুল (৩৫), আফজাল হোসেন (৩২), মো. হাফিজুর রহমান (৪০), মো. বেলাল হোসেন (২৫), মো. সাগর (৩৫), মো. আলাল মিয়া (৩০), মো. নুরুনবী (৩০), মো. তরিকুল ইসলাম (৫০), মো. আয়নাল (৪০) ও আলম মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।