পুলিশি হেফাজতে দুই আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ১১টি মামলার আসামিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৯৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গত সোমবার (৯ জানুয়ারি) চিলমারী ও উলিপুর থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চিলমারী থানা এলাকার মো. রাশেদুল ইসলাম (৩২) এবং উলিপুর থানা এলাকার মো. শাহিনুর রহমান ও মো. শাহরিয়ার রাজিব সাজু। তাঁদের মধ্যে শাহিনুরের বিরুদ্ধে হত্যা, চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।

পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

চিলমারী থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বালাবাড়ি হাট এলাকা থেকে ১৫০টি ইয়াবা বড়িসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উলিপুর থানা-পুলিশ জানায়, দুর্গাপুর এলাকা থেকে ৪৫টি ইয়াবা বড়িসহ শাহিনুর ও শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।