যশোর ডিবির অভিযানে গ্রেপ্তার ঝিনাইদহে হত্যা মামলার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে ঝিনাইদহের টিটোন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। ৯ জানুয়ারি (সোমবার) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই আসামির নাম জাহাঙ্গীর হোসেন ওরফে আল আমিন (৪০) ও এনামুল ইসলাম (২৫)। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও দুটি খালি ম্যাগজিন জব্দ করা হয়েছে।

যশোর জেলা পুলিশ জানায়, ৯ জানুয়ারি ঝিনাইদহের মহেষপুর থানা-পুলিশ যশোর ডিবিকে জানায় যে ঝিনাইদহের মহেষপুর থানার টিটোন হত্যা মামলার দুই আসামি যশোর কোতয়ালি মডেল থানার রামনগর ইউনিয়নের সুতিঘাটা এলাকায় অবস্থান করছে। এ খবরে ডিবির একটি দল ৯ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে কোতয়ালী মডেল থানার সুতিঘাটা কামালপুরে অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর ও এনামুলকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামীরা টিটোন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামী জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, মাদকসহ ছয়টা মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও এনামুলের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।