দুস্থ এক নারীকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) উদ্যোগে কুড়িগ্রামের দুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৫ জুলাই) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

এ সময় পুলিশ সুপার জেলার অসহায়, গৃহহীন, নদীভাঙনকবলিত ২০টি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা দেন।

এ ছাড়া রাজারহাট থানার একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে হুইলচেয়ার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম সার্কেল, মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল, মো. সুমন রেজা, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল ও অন্যান্য পুলিশ কর্মকর্তা ।