কুড়িগ্রামে নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাগেশ্বরী থানা-পুলিশ ১৯ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাতে থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের নাম মো. আবু হানিফ (৪৫), সাদ্দাম হোসেন (৩০), মোহাম্মদ জয়নাল আবেদীন (৩৫), মোহাম্মদ নবীবুর রহমান সাদ্দাম (২৫), মোহাম্মদ নাসির উদ্দিন (৬২), মো. জুলাস আলী (৫০) ও মো. বুলবুল হোসেন ওরফে বুলু (৩০)।

আসামিদের কাছ থেকে জব্দ করা জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত সোয়া ২টার দিকে নাগেশ্বরী থানার রায়গঞ্জ ইউনিয়নের গাটির খামার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, অর্থসহ আবু হানিফ, সাদ্দাম, জয়নাল, নবীবুর, নাসির, জুলাস ও বুলবুলকে গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।