কুড়িগ্রামে রাজীবপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রাজীবপুর ও নাগেশ্বরী থানা এলাকা থেকে ৬ মার্চ (সোমবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. বজলুর রহমান (৩২) ও মো. আজিজ ওরফে কান্দুরা (৬০)।

কুড়িগ্রাম জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবপুর থানা-পুলিশের একটি দল ৬ মার্চ রাজীবপুর থানার বড়াইডাঙ্গী গ্রামে অভিযান চালিয়ে বজলুর রহমানকে ২০ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করে। এদিকে ফুলবাড়ী থানা-পুলিশের একটি দল একই দিন গোপন সংবাদের থানার শিমুলবাড়ী ইউনিয়নের বোডেরহাট এলাকা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ছাড়া একই দিন নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল নাগেশ্বরী থানার নেওয়াশী ইউনিয়নের এগারমাথা বাজার এলাকা থেকে আজিজকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

কুড়িগ্রামে নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি।