কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কিট প্যারেড আজ ৩ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যকে সরকারি বিভিন্ন মালপত্রের সুষ্ঠু ব্যবস্থাপনা, যথাযথভাবে ব্যবহার ও ইতিবাচক রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন। প্রচলিত বিধিনিষেধ অনুযায়ী সরকারপ্রদত্ত মালপত্রের ব্যবহার পুলিশ সদস্য ছাড়া অন্য কেউ ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা দেন। ভবিষ্যতে কেউ যাতে কোনোভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

এ কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. রুহুল আমীনসহ জেলা পুলিশের অন্য সদস্যবৃন্দ।