কুড়িগ্রামে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৮৫টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রাজারহাট থানা এলাকা থেকে ২৫ মে (শনিবার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. এরশাদুল হক (৩০)।

জেলা পুলিশ জানায়, ডিবির একটি দল ২৫ মে সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুড়িগ্রামের রাজারহাট থানার সিনাই ইউনিয়নের রামরতন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি এরশাদুলকে ৮৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।