নাটোর জেলা ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার ২ মাদক কারবারি। ছবি: সংগৃহীত

নাটোরে ৭০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজার মূল্য ৭ লাখ টাকা। শুক্রবার (২০ অক্টোবর) রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ঢাকা পোস্টের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে তারেক হোসেন (২০) ও ঢাকঢোল ডাঙ্গাপাড়ার জহিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (৩২)।

জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে নাটোর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। নাটোরে এ নিয়ে দ্বিতীয় বারের মতো ক্রিস্টাল মেথ বা আইস নামের উচ্চমূল্যের এই মাদক ধরা পড়ল। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।