কুড়িগ্রামের কচুকাটায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি। ছবি: কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কচাকাটা থানা-পুলিশ কর্তৃক গতকাল বুধবার কচাকাটা থানাধীন মাঝিআলীর চর থেকে কচাকাটা মাঝিআলীর চর এলাকার ল্যাংড়া সুলতানকে (২২) ঘোড়া, ঘোড়াগাড়ী, মাইক, জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করে কচাকাটা থানার একটি চৌকস দল। সুলতানের একটি পা নেই, তাঁর একটি ঘোড়া আছে। তিনি এই অবস্থায়ও নদ-নদীর মাঝে জেগে ওঠা দুর্গম প্রত্যন্ত চরে জুয়ার আয়োজন করে থাকেন।

একই দিনে রাজারহাট থানার পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ জুয়া খেলা অবস্থায় রাজারহাটের চাকিরপাশা তালুক গ্রামের মো. আব্দুল আউয়াল (৩৮), মোহাম্মদ আল-আমিন (৩৮) ও বিষ্ণুপদ মহন্তকে (৫৭) হাতেনাতে গ্রেপ্তার করে রাজারহাট থানার একটি চৌকস দল।

কুড়িগ্রামের রাজারহাটে গ্রেপ্তার হওয়া তিনজন। ছবি: কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে পুলিশ প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করছে। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।