হারানো মোবাইল ফোন উদ্ধারের পর তা প্রকৃত মালিককে ফেরত দেওয়া হচ্ছে। ছবি: এপিবিএন

ইমরান দিপু পাল (২৫) নামের এক ব্যক্তি গত ২৫ ডিসেম্বর তাঁর মোবাইল ফোনসেট হারিয়ে যাওয়ার বিষয়ে পল্লবী থানায় জিডি করেন।

এরপর তিনি ৫ এপিবিএনের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করলে ৫ এপিবিএনের মুহাম্মদ নুর ইসলাম, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে অফিসার, ফোর্সসহ সাইবার টিম প্রযুক্তি ব্যবহার করে গত ২৮ ফেব্রুয়ারি ওই হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে। পরে সেটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ওই দিন আরও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।