মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে একুশের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের বইমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সিভিল সার্জন মো. মনজুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মো. নাসির উদ্দীন ও সিনিয়র সাংবাদিক সফি খান।

মেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্ভাবনী প্রয়াস ‘লিটল ফ্রি লাইব্রেরি’। ছবি: বাংলাদেশ ‍পুলিশ

একুশের বইমেলায় বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সাহিত্য সংগঠন তাদের স্টলে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাসসহ বিভিন্ন বই প্রদর্শন করে।
মেলায় কুড়িগ্রাম জেলা পুলিশের স্টলে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্ভাবনী প্রয়াস ‘লিটল ফ্রি লাইব্রেরি’, যাতে রয়েছে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাসসহ বিভিন্ন বই।