পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর চুড়িপট্টিতে কিশোর রাজীম হত্যার ২৪ ঘণ্টার মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ৯ নভেম্বর রাত ৮টার দিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন চুড়িপট্টির হাজি আব্দুল করিম রোডের মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ নামে দোকানের সামনে কয়েকজন যুবক
পূর্বশত্রুতার জের ধরে মো. রাজীমকে (১৭) উপুর্যপুরি ছুরিকাঘাত ও এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে গুরুতর জখম করে পালিয়ে যান।

স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানা-পুলিশ আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার সময় আসামি মো. রায়হানকে (২০) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, ভিকটিম রাজীমের সাথে রায়হান গ্ৰুপের কিছুদিন আগে একটা মারামারি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই রায়হানসহ কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটায়।

এরপর রায়হানকে নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা চাকুসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

এরপর ঘটনায় জড়িত অপর আসামি মো. রায়েব সিদ্দিককে (১৭) ১০ নভেম্বর রাত ৮টার সময় ঘোপ সেন্ট্রাল রোড থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর পরনের শার্ট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার মামলা হয়েছে।

মামলাটি তদন্ত করছেন সদর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো এমরানুর কবীর। হত্যাকাণ্ডের
জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে।