ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার এক মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৩০০ ইয়াবাসহ দুজন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

ডিবির এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত ৯টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন রশিদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সোহেল মিয়া (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২০০টি ইয়াবা উদ্ধার করা হয় এবং তালিকামূলে জব্দ করে হেফাজতে নেওয়া হয়।

অপরদিকে, এসআই (নিরস্ত্র) নূর-মোহাম্মদের নেতৃত্বে আরেকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত সোয়া ৯টার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন হাজিরগল এলাকায় অভিযান চালায়। এ সময় কিশোরগঞ্জ সদর থেকে নীলগঞ্জগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মো. রাসেল মিয়া (৩০) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে এবং আসামির হেফাজতে থাকা মোট ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।