পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

বরিশালের কালাইয়্যা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪৫ কেজি জাটকা জব্দ করেছেন।

নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম ১৪ মার্চ এই অভিযান চালায়।

উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা এবং জাটকার আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা।

পরে এসব অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায়দের মাঝে বণ্টন করা হয়।