উদ্ধার করা জাটকার একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

চাঁদপুর নৌ থানার পুলিশ অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে সাত লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করেছে।

নৌ থানার ইনচার্জের নেতৃত্বে একটি টিম আজ ১৯ মার্চ মেঘনা নদীর মিনি কক্সবাজার, রাজরাজেশ্বর, শিলারচর, আনন্দবাজার,সফরমালী,কানুদি নামক স্থান ও এর বিভিন্ন শাখায় অবৈধ জাল ও জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে আনুমানিক ৭ লক্ষ ১১ হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।

উদ্ধাা জালের আনুমানিক মূল্য ২ কোটি ১৩ লক্ষ ৩৩ হাজার টাকা।

এছাড়াও নৌ পুলিশের টিম ১৭৯ কেজি জাটকা ইলিশ মাছ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৮৯ হাজার ৫০০ টাকা ।

পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে আটক চার জনের বিরুদ্ধে মৎস্য আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চৌদ্দ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

এছাড়া একটি নৌকা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। একটি নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে এবং আরেকটি নৌকা নৌ পুলিশের হেফাজতে রয়েছে।