ঢাকার কামরাঙ্গীরচরে নেশাজাতীয় ৫০০টি ইনজেকশনসহ (অ্যাম্পুল) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানার পুলিশ সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার দুজন হলেন মো. আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা। খবর ডিএমপি নিউজের।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত ১০টা ৫০ মিনিটে হোন্ডা মোবাইল টিম দায়িত্ব পালস করার সময় গোপন তথ্য পায় যে, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

অফিসার ইনচার্জ আরও বলেন, গ্রেপ্তার আজিজের কাছ থেকে ৩৫০টি ও ফারহানার কাছ থেকে ১৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।