জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর মিরপুর থেকে ১০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ (ডিবি)।

আসামিরা হলেন মো. এবাদুল্লাহ গাজী, মো. মিলন, মো. জুয়েল রানা ও মো. রাশেদুজ্জামান পারভেজ।

মিরপুর মডেল থানার সনি স্কয়ার এলাকা থেকে মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, কিছু মাদক কারবারি মিরপুর মডেল থানার সনি স্কয়ারের সনি সিনেমা হলের পেছনে ইসলাম ভ্যারাইটিজ স্টোরের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ এবাদুল্লাহ, মিলন, জুয়েল ও রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা মোটরসাইকেল। ছবি: ডিএমপি নিউজ

ওই সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আসামিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তার আসামিদের নামে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।