কাতারের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে ১১২তম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী বুধবার লুক্সেমবার্গের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। এর আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২২ এর বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। খবর জাগোনিউজের।

শনিবার (৯ অক্টোবর) রাতে নিজেদের মাঠে কাতারকে পাত্তাই দেয়নি পর্তুগাল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল ছিল পর্তুগালের নিয়ন্ত্রণে। গোলের জন্য অন্তত ২৬টি শট করে তারা। যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্য বরাবর। আর সফল হয়েছে তিনবার। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছে কাতার।

রোনালদো ম্যাচের ৩৭ মিনিটের সময় ছয় গজের বক্সের সামনে প্রথম গোলটি করেন। আন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১১২তম গোল।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন হোসে ফন্তে। আর নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে কাতারের কফিনে শেষ গোল করেন আন্দ্রে সিলভা।