রাজধানীতে বুধবার (৩ আগস্ট) শুরু হয়েছে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। খবর সমকালের।

স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চালাবে। বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় ৭০০ কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। আগের কেন্দ্রেই টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের কাছ থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই রেকর্ডসংখ্যক অধিবাসীকে টিকা দিতে পেরেছি।

তিনি বলেন, আমরা আশা করব, যাঁরা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তাঁরা অবশ্যই দ্বিতীয় ডোজ নিয়ে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।